চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা বাজারের কাছ থেকে পিকআপ ভর্তি চোরাই গাছ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার বিকেলে জেলা সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে টহল বাহিনীর কর্মকর্তারা অভিযান চালিয়ে ২৪ টুকরো কাঠ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত পিকআপভর্তি কাঠ শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসে জমা রাখা হয়।
শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের কর্মচারী জিতেন্দ্র শুক্লবৈদ্য এ তথ্য নশ্চিত করেছেন।