জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাট থেকে ভূয়া র‍্যাব অফিসারের পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার

র‍্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ভূয়া র‍্যাব অফিসারের পরিচয়ে বিভিন্ন মহল হতে টাকা গ্রহণকারী একজন প্রতারক গ্রেফতার।

গতকাল ১৮ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এবং সিনিয়র এএসপি এ, কে, এম, কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা হতে ভূয়া র‌্যাব অফিসারের পরিচয়ে বিভিন্ন মহল হতে টাকা গ্রহণকারী শেখ কামাল হোসাইন (৪২), পিতা-মৃত আনোয়ার মিয়া, সাং- আমতলা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে নিজেকে র‍্যাবের অফিসার পরিচয় দিয়ে এবং মানুষের মনে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের সহিত প্রতারণা করিয়া বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে আসছিল। ধৃত আসামীর হেফাজত হতে প্রতারনার মাধ্যমে গ্রহণকৃত ১৯,০০০/-(উনিশ হাজার) টাকা, র‍্যাবের পোশাক পরিহিত ফ্রেমে বাধাই করা ০৩ (তিন)টি ছবি, র‍্যাবের পোশাক ০১ (এক) সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়৷