“চুনারুঘাট প্রবাসী গ্রুপে-র” পরিচালনায় চুনারুঘাট উপজেলার পৌরসভা-র ৩নং ওয়ার্ড হাতুন্ডায় ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সফলতার সাথে সম্পন্ন।।
“চুনারুঘাট প্রবাসী গ্রুপে-র” অন্যতম দাতা সদস্য সৌদিআরব প্রবাসী মীর মকসুদ আলী ভাইয়ের একক অর্থায়নে ওনার নিজ এলাকার ২৫০টি সুবিধা বঞ্চতি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণে করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাই, চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী জনাব দিদার আলী মীর, সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন, চুনারুঘাট প্রবাসী গ্রুপের শুভাকাঙ্ক্ষী সদস্য জনাব মাসুক চৌধুরী, সেচ্ছাসেবক আঃ শহিদ খন্দকার, মোঃ সেলিম, মীর সাগর, মীর সৌরভ।
এছাড়াও চুনারুঘাট প্রবাসী গ্রুপের যুগ্ন-আহবায়ক মীর রাজিব, যুগ্ন-আহবায়ক হোসাইন আহমেদ মির্জা, দাতা সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, দাতা সদস্য আবুল খায়ের সহ প্রমুখ।।