জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান গ্রেফতারে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের নিন্দা।
জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান গ্রেফতারে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরানকে গত রাত ৩টার সময় হবিগঞ্জ সদর থানার গোপায়া গ্রামের নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে তাকে নিয়ে যায়। আজ তাকে কারাগারে প্রেরণ করে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সৈয়দ আশরাফ আহমেদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করেন। অবিলম্বে এমদাদুল হক ইমরানের মুক্তির দাবি করেন।