হবিগঞ্জের মাধবপুরে জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়া সময় মহাসড়কের উল্লিখিত এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আহাদ মারা যান।
আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে ভ্যান চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ
দিকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক ও বিক্ষোভ প্রদর্শণ করলে সড়কের উভয় প্বার্শে যানজটের সৃষ্টি হয়।
প্রায় ২ঘন্টা পর শায়েস্তাগঞ্জ থেকে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।