জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া এলাকার কৃতি সন্তান। তাঁর বাবা ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আতিকুল্লাহ।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ড. আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়টির সদ্য পদত্যাগকারী উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।
এই দিকে তিনি উপচার্য হওয়ার পর হবিগঞ্জ জেলা জোরে আনন্দের আমেজ দেখা গিয়েছে বিশেষ করে তাঁর নিজ জন্মস্থান শায়েস্তাগঞ্জ উপজেলা এবং হবিগঞ্জ জেলার শিক্ষিত সমাজের মধ্যে।
শায়েস্তাগঞ্জ উপজেলার কলেজ শিক্ষার্থী ইমরানুল হক মোল্লা জানান, আমরা তাকে ভিসি পেয়ে অনেক খুশি, আমাদের হবিগঞ্জ জেলার পিছিয়ে পরা কলেজের শিক্ষার মান নিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের মেধাবী শিক্ষার্থী সাইফুল ইসলাম আকাশ জানান, আমার নিজ জেলার একজন ভিসি পেয়ে আমি গর্বিত, আমি আশাবাদী যে, তাঁর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সেশনজটের সমস্যা সমাধান হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য জনবান্ধব শিক্ষা কার্যক্রম চালু করবেন।