দিলোয়ার হোসাইন: চার জাতীয় নেতাকে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো।
বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (৩রা নভেম্বর) বাদ মাগরিব বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষন রায়, যুগ্মসাধারন সম্পাদক এনামুল বাহার খান,সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কৃষ্ণদেব, প্রেসক্লাব সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন, জসিম উদ্দিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমূখ।