হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর বিকাল ০৩:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অত্র জেলার মান্যবর পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি এর সভাপতিত্বে জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা,অসুবিধার কথা শুনেন।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার হবিগঞ্জ জেলার মাসিক সভায় সেপ্টেম্বর ২৩ মাসের সার্বিক কর্মমূল্যায়ন এর ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান,শ্রেষ্ঠ ওসি (তদন্ত) আতিকুর রহমান,শ্রেষ্ঠ বিট অফিসার এস আই ফজলুর রহমান,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই মাসেকুর রহমান নির্বাচিত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুল ইসলাম খাঁন দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকাকে জানান চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টিম মাধবপুর থানা হিসেবে পুরুষ্কার গ্রহন করি ও সফলতা অর্জনের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবো।
এরপর সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন।
উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ তামান্না বেগম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।