হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। নির্বাচন আর প্রতিদ্ধন্তিতা নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লষণ। বিভিন্ন প্রার্থীগণ ইতোমধ্যে ভোটারদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। হবিগঞ্জের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে কিভাবে আরো সুন্দর করবেন তা নিজেদেরমত করে তুলে ধরছেন ভোটারদের কাছে।
আজ মঙ্গলবার ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র ক্রয় শুরু হয়েছে, যা আগামীকাল ২৭ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রার্থীগণ ক্রয় করতে পারবেন৷
নির্বাচনী রিটার্নিং অফিসার ও জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরীর কাছ থেকে আজ আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র ক্রয় করেছেন অনেকে।
নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১০ নভেম্বর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷