জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে উৎসব মুখর ক্রীড়াঙ্গন, ৩৪টি মনোনয়নপত্র জমা

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।

নির্বাচনের রিটার্নিং অফিসার এবং জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী জানান, ৩১ অক্টোবর নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। নির্বাচনে ৬টি পদের বিপরীতে মোট ৩৪টি মনোনয়নপত্র জমা হয়েছে৷ এরমধ্যে সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ২ টি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২টি, যুগ্ম সম্পাদক পদে ৩ টি, কোষাধ্যক্ষ পদে ২টি এবং নির্বাহী সদস্য পদে ২০ টি মনোনয়নপত্র জমা পড়েছে।

আলমগীর-বদরুল- সাচচু পরিষদের প্যানেলে সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, শঙ্খ শুভ্র রায়, এডভোকেট মোঃ সুলতান মাহমুদ, এডভোকেট শাহ ফখরুজজামান, সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচচু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ লুমায়ুন কবীর চৌধুরী শাহেদ।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে উৎসব মুখর ক্রীড়াঙ্গন

এছাড়াও সদস্য পদে বিভুৎসু চক্রবর্তী বিভু, মকসুদুর রহমান উজ্জল, জসিম উদ্দিন সুজন, মোঃ আসাদুজ্জামান, হাফিজুল ইসলাম, ইব্রাহীম খলিল সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ, আবু কায়েস, মশিউর রহমান নাঈম, শাহ আরফিন সুমন, সজিবুর রহমান সাবের, জামাল উদ্দিন তালুকদার, তপন ভট্রাচার্য, মিজবাহ আহমেদ, সাইদুর রহমান, সৈয়দ আহমেদ।

তাছাড়া উপজেলা সদস্য ফেরদৌস আহমেদ, এম রশিদ এবং সংরক্ষিত মহিলা সদস্য শওকত আরা চৌধুরী ও লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি।

অপরদিকে তৃণমুল ক্রীড়া সংগঠক পরিষদ প্যানেলে সহ-সভাপতি পদে এনামুল হক সেলিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আজম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন আনার, কোষাধ্যক্ষ এন এম ফজলে রাব্বি রাসেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।