চেতনার বাতিঘর, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহঃ) মৃতুতে শোকের ছায়া নেমে আসে এবং হবিগঞ্জ জেলাকে জমিয়তের সাংগঠনিক জেলা সমূহের মধ্যে একটি মডেল জেলায় রূপান্তরিত করতে মরহুম হবিগঞ্জী হুজুরের রেখে যাওয়া আমানতকে অনুসরণ করে নতুন উদ্যমে হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দের দ্বীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুম হবিগঞ্জী হুজুর মৃত্যুবরণের কয়েক ঘণ্টা আগে আহ্বান করা বৈঠকে কেন্দ্রীয় জমিয়ত অন্যতম দুই সহ-সভাপতি, শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসূফী ও শাইখূল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়গরীর উপস্থিতিতে জেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ এ দ্বীপ্ত শপথ নেন। এ সময় হবিগঞ্জী (রহঃ) এর স্মৃতিচারণ করতে গিয়ে নেতকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তখন এক আবেগণ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে জেলা জমিয়তের সহ-সভাতি হাফেজ মাওলানা শামছুল হক সাদী (মুসা) কে জেলার ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। জেলা সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ১৪ ফেব্রুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আহুত কর্মী সম্মেলন সফলে সকল উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন। উক্ত কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার বাদ জুহর জেলা জমিয়ত কার্যালয়ে হবিগঞ্জ জেলা জমিয়তের বৈঠক আহ্বান করা হয়। এতে জেলা শাখার সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওঃ শাসুল হক সাদী, মাওঃ আব্দুল খালেক, মাওঃ শায়েখ মখলিছুর রহমান, হাজী ফরিদ উল্লাহ, মুফতি আব্দুল হান্নান, মাওঃ আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওঃ মাছরুরুল হক, মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাওঃ মাসুকুর রহমান, মাওঃ তাফহিমুল হক, মাওঃ আব্দুল করিম আজহার, মাওঃ শিব্বির আহমদ, মাওঃ আলী আহমদ, মাওঃ মামনুনুল হক, মাওঃ মোহাম্মদ আলী, মুফতি আমির আহমদ, মাওঃ আব্দুল হামিদ খান, মাওঃ ফয়জুল বারী, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আসাদ আহমদ, মাওঃ ফখরুল ইসলাম, মাওঃ বশির আহমদ প্রমুখ। পরে আল্লামা হবিগঞ্জী (রহঃ) রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয় ৫ সংবাদ
আরো কিছু সংবাদ
জেলা জমিয়তে শোকের ছায়া আল্লামা তাফাজ্জুল হকের মৃত্যুতে
Previous article
Next article