মুজিব বর্ষ উপলক্ষে সামাজিক বনায়নের অংশ হিসেবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যানের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও সদর থানার ওসি মোঃ মাসুক আলী উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, পর্যায়ক্রমে হবিগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশের পক্ষথেকে গাছের চারা রোপন করা হবে।