অবশেষে জেলা প্রশাসকের উদ্যোগে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু হলো। হাসপাতালে বিদ্যুতের সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগ না দেওয়াতে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এই ডিজিটাল এক্স-রে মেশিনটি।
বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শনে গেলে তার নজরে আসে এবং তিনি সেটা চালু করার উদ্যোগ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিনি উপস্থিত হয়ে মেশিনটির কার্যকারিতা পরিদর্শন করেন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকার জন্য তিনি গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান। হবিগঞ্জ জেলার মানুষ যেন সরকারি মূল্যে স্বাস্থ্যসেবা পায় সেজন্য তত্ত্বাবধায়ক জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মর্জিনা আক্তার প্রমুখ।