হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান-এর পরামর্শে রমজানের ১০ দিনব্যাপী কর্মসূচির ৫ম দিনে আজ ২৫ জন দরিদ্র বিধবা নারীর মাঝে খাদ্যদ্রব্য ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি বিতরণ করে “তাসনুভা শামীম ফাউন্ডেশন”।
জেলা প্রশাসকের পক্ষে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাভিদ সারওয়ার ও জনাব শোয়েব শাত-ঈল ইভান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এসময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য তাসনুভা শামীম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া মাহমুদাবাদ এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে ৩০০ জন মানুষের মাঝে রান্না করা ইফতারি বিতরণ করা হয়।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম সাহেব বলেন, জেলা প্রশাসক ইশরাত জাহানের সমন্বয়ে মানবতার সেবায় হবিগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাবে তাসনুভা শামীম ফাউন্ডেশন।
উল্লেখ্য তাসনুভা শামীম ফাউন্ডেশন ২০১৭ থেকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল পরিচালনার পাশাপাশি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।