হবিগঞ্জ জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহানের সাথে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (১৪ মার্চ) দুপুর ২.৩০ ঘটিকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপপরিচালক, জেলা সিভিল সার্জন অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা নির্বাচন অফিসার, জেলা তথ্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পরিচয়পর্বের পরে সূচনা বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান জেলার বিভিন্ন সমস্যা, করোনা পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়াদি সম্মন্ধে মুক্ত আলোচনার আহ্বান জানান তিনি।
আলোচনায় অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সিভিল সার্জনসহ প্রমুখ।