২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ট্রেনের যাত্রী ছাড়া প্লাট ফর্ম ও স্টেশন এলাকায় লোক জন থাকতে পারবে না

এবার ট্রেনে যাএী ছাড়া প্লাট ফর্ম ও স্টেশন এলাকায় নেশাখোর, টোকাই , ভবঘুর লোক জন থাকতে পারবে না। এ সব অপরাধীদের ধরতে মাঠে নামছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের রেল পুলিশ ফাঁড়ির অভিযান ।

এ অবস্থায় রেলের দীর্ঘ দিনের চিহ্নিত নেশাখোর , নেশা বিক্রি , ভবঘুর লোক জনকে ধরতে সক্রিয় হয়েছে রেল ফাঁড়ির পুলিশ ।

বুধবার (৬ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০ টায় ট্রেনের টিকেটধারী যাএী স্টেশন প্লাট ফর্মে ও রেলের আশপাশে সেবা এবং নিরাপত্তা দেওয়া সহ পরিবেশ সৌন্দর্য রাখার জন্য শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী নেতৃত্ব ১১জন পুলিশ সদস্য মধ্যে মোঃ সাইদুল ইসলাম , হাবিবুর রহমান , জিয়াউর রহমান , আবু জাফর শাহীন সদস্যকে নিয়ে রেল পার্কিং , প্লাট ফর্ম , স্টেশন এলাকায় চিন্তাইকারী , চোর , মাদক সেবনকারী , মাদক বিক্রয়কারী, ভাঙারী টোকাই ও ভবঘুর লোক জনকে ধরতে রেল পুলিশ অভিযান চালিয়েছে এবং সকলকে সতর্ক করেছেন । এ অভিযান অব্যাহত থাকবে ।