জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ডিবি পুলিশের অভিযানে বানিয়াচংয়ের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আকিকুর রহমান রুমনঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও রেহাই পাচ্ছেনা এই মহামারি করোনার থাবা থেকে। কিন্তু এনিয়ে মাদক ব্যবসায়ীদের কি আসে যায়। তাদের কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। দিন দিন ব্যবসায়ী এবং সেবনকারী সংখ্যা বেড়েই চলছে। এসব অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে ১০০ পিছ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যবসায়ী হলো বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের রমীজ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনির (২৪)।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, আজ পৌনে ১২ টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন চৌধুরী বাজার এলাকায় তাদের মাদক বিরোধী অভিযানে ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কামড়াপুর থেকে ইকরাম যাওয়ার রাস্তায় ইয়াবা বিক্রি হচ্ছে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবির এস.আই মোজাম্মেল মিয়া ও এস.আই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান পরিচালনা করতে ঐ এলাকায় অবস্থান নেয়।

এসময় ডিবি পুলিশের বিষয়টি আচ করতে পেরে গ্রেফতারকৃত ব্যাবসায়ী ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ডিবি পুলিশ ধাওয়া করে ইকরাম যাওয়ার ভিতরের রাস্তার নয়াপাথারিয়ার গ্রামের রমিজ মিয়ার বাড়ির সামন থেকে পৌনে ১ টার দিকে মূল ইয়াবা ব্যাবসায়ী মনিরকে গ্রেফতার করতে সক্ষম হন।

তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করা হয়। এবং থাকে ডিবি কার্যালয়ে হাজীর করে একটি সাধারণ ডায়েরি করা হয় যাহা নং-৯।

মনিরকে জিজ্ঞাসাবাদ কালে সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানায় ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মনিরসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে অপারেশন পরিচালনা ডিবির এস.আই মোজাম্মেল মিয়া জানান, তার দেওয়া তথ্যসহ বানিয়াচংয়ের চিহ্নিত ইয়াবা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে।