হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
১৪ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার সময় আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী আমজাদ তালুকদারকে পুলিশ আটক করেছে।
আলী আমজাদ তালুকদার আজমিরীগঞ্জ উপজেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে, তার মনোনয়নপত্রে সম্পদ এবং মামলার তথ্য গোপন করার অভিযোগে প্রথমে তা অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরে তিনি হাইকোর্টে রিট করে মনোনয়নপত্রের বৈধতা পুনরুদ্ধার করেন।এছাড়া, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবপক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলা রয়েছে। তিনি প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে বসবাসরত তার পরিবারের কাছে যাওয়া-আসা করতেন। এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানার পুলিশ মামলার বিষয়টি ঢাকার বিমানবন্দর পুলিশকে অবগত করে।
বৃহস্পতিবার রাতে আলী আমজাদ তালুকদার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে বিমানবন্দর পুলিশ তাকে আটক করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আজমিরীগঞ্জ থানার একটি মামলায় আটক করা হয়েছে। এর আগে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছিলাম।