জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ড. মঞ্জুশ্রী একাডেমি – শেখ আব্দুল জলিল

ইদানিং নাম প্রচারে
বেশ পড়েছে হিড়িক
অথচ নামধামে তেমন কিছু
আসে যায় না,
কর্মই মানুষের শ্রেষ্ঠ পরিচয়;
জন্ম যথাতথা হোক
কর্ম হোক ভাল।

হে ময়সী নারী ড. মঞ্জুশ্রী
তুমি নাম যশের প্রত্যাশী ছিলে না
কোন দিন,
অথচ তোমার কর্মের পেছনে
তোমার নাম ছুটেছে নিত্যদিন।

ভাঙনের কুলে তুমি বেঁধেছিলে বাসা
মহাকাল স্রোতে অক্লান্ত
বাইলে তোমার
জীবনের সোনার তরী,
সে তরী শরিরী সম্ভার বহন করে না
অথচ অনন্ত মাধুর্য শয্যায় খুঁজে নেয়
প্রগাঢ় সংস্থিতি।

তোমার সেই অনন্ত মাধুর্যমন্ডিত
অবিনাশী সত্ত্বার গানঃ
‘তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান’
আজ অবিরত কণ্ঠে কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত
তোমার কালজয়ী কীর্তির স্মারক
‘ড. মঞ্জুশ্রী একাডেমি’
তোমাকে করিবে স্মরণ অনন্তকাল অবধি।

একাডেমির নামের সাথে জড়িয়ে আছে
আর একটি নাম-
এর প্রতিষ্ঠাতা পরিচালক
দক্ষিণ বাংলার আপন ভোলা
কর্মযোগ্য
সুমন বিপ্লব যার নাম।

একাডেমির সৃষ্টি ১৯৯৫ সালে
তোমার মৃত্যু ১১জুন ২০০৬ সালে
সময় সড়কে খুব বেশি দূরত্বে নয়-
জীবন-মৃত্যুর অতি অল্প ব্যবধানে
অমৃতের আহবান বুঝি শুনেছিলে তুমি,
সীমাবদ্ধ জীবন বৃত্ত থেকে
অনন্ত মহাজীবনে উত্তরণ-সন্ধিক্ষণে
রেখে গেলে তুমি
তোমার প্রাণের প্রতিষ্ঠান

শিক্ষা সাহিত্য সংস্কৃতির উঠোনে
তোমার অবিনাশী গাঁথা ‘ড. মঞ্জুশ্রী একাডেমি’
যার পদমূলে দাঁড়িয়ে
সত্য সুন্দরের সাধনায় তোমার উত্তরসূরী যত
নিবিষ্ট চিত্তে খুঁজিবে তোমার অনাদিকাল,
তুমি ধন্য- তুমি কালোত্তীর্ণ।

লেখকঃ
শেখ আব্দুল জলিল
পরিচালক, ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প, শাহপুর, খুলনা।