জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাক চাপায় মাইক্রোবাস চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ট্রাক চাপায় মাইক্রোবাস চালক নিহত

মোঃ শওকত আলী, নবীগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে।

(১৯ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুর আড়াটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাইক্রোবাস চালক শফিকুল ইসলাম(৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার পাকিজা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

জানা যায়- শুক্রবার দুপুরে সুনামগঞ্জ হতে ঢাকাগামী মাইক্রোবাস চালক আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস নেয়ার জন্য গাড়ি রেখে মহাসড়কের পাশে দাড়িঁয়ে ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেট গামী একটি ট্রাক (চট্ট-মেট্রো শ-১১-২৩৩৪) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ভেঙ্গে দাড়িঁয়ে থাকা মাইক্রোবাস চালক শফিকুল ইসলামকে মারাত্মক ভাবে চাপা দেয়।

এতে শফিকুল ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জের দমকল বাহিনীর পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।