জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ত্রাণ নিয়ে অসহায়দের দরজায় এম পি আবু জাহির

করোনার সংক্রমণ এড়াতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছেন। এ সব লোকজনদের মাঝে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া কর্মহীন লোকজনকে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ পৌর এলাকার ৩ ও ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে মানুষের দরজায় নক করে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন তিনি। এ সময় পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও কাউন্সিলর দিলীপ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ও শায়েস্তাগঞ্জের পৃথক স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি। এসব বিতরণকালে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

এ সময় আবু জাহির এমপি ঘর বন্দি মানুষদের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতিতে সরকার কর্মহীন সকল মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবে। তাই নিজে, নিজের পরিবার, দেশ ও জাতির স্বার্থে সকলকে ঘরে থাকতে হবে। তাহলেই করোনা সংক্রমন এড়িয়ে চলা সম্ভব।