দায়িত্ব নেয়ার দেড় বছরে দেড় শতাধিক মামলা নিস্পতির পাশাপাশি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রেখেছেন হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। সম্প্রতি তার বদলী হয়েছে বরিশালে।
২০১৯ সালের শেষে দিকে বানিয়াচং সার্কেলের দায়িত্ব গ্রহন করেন তিনি। দায়িত্ব নিয়ে ওই বছর অর্ধশতাধিক মামলা তার অফিসে বসে শালিসের মাধ্যমে নিস্পতি করেছেন। এর মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ সংক্রান্ত মামলা, দাঙ্গা, হাঙ্গামার মামলাসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ১১১টি অভিযোগ তার কার্যালয়ে পড়ে। এর মধ্যে তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশনা মোতাবেক ৮০টি অভিযোগের নিস্পতি করেছেন। এ বছর তিনি আরো ৮টি মামলার অভিযোগ নিস্পতি করেছেন। তার সার্কেলের দাঙ্গা, নিয়ন্ত্রণে দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। যার ফলে বানিয়াচং-আজমিরীগঞ্জের দাঙ্গা কমেছে। এছাড়াও চুরি-ডাকাতি নিয়ন্ত্রণে এসেছে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পারবারিক বিরোধও নিস্পতি করে সকলের কাছে প্রসংশিত হয়েছেন।
বিদায়ী অতিরিক্ত পুলিশ শেখ সেলিম জানান, আমাদের প্রত্যেকটি কাজে পুলিশ সুপার উৎসাহ প্রদান করেছেন। আমরা সত্যতার সাথে কাজ করেছি। যার ফলে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে সক্ষম হয়েছি। কোথায় সংঘর্ষের খবর পেলে ঘটনাস্থলে তাৎক্ষণিক গিয়ে তা নিয়ন্ত্রণে এনেছি।
কোথায় ঘটনাস্থলে গিয়ে আবার মোবাইল ফোনে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ানের সহযোগিতা নিয়ে ও পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণে এনেছি।
তিনি বলেন-এ সময়ের মধ্যেই আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করার চেষ্টা করেছি। তবে কতটুকু সফল হয়েছি, সেই বিবেচনা জনগণই করবেন।
আর এই কাজ করতে গিয়ে সাংবাদিকসহ সকলের সহযোগিতা পেয়েছি। এ জন্য হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।