আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সদর উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ইয়াসিন আরাফাত রানা, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ জাহানসহ বিভিন্ন পুজা মন্ডপের প্রতিনিধিগণ।
সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সাথে প্রতিটি পূজা মন্ডপে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষনিক যোগাযোগ করা হবে, যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।