হবিগঞ্জে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়েজন করা হয়। আজ রবিবার ৩ অক্টোবর হবিগঞ্জ পুলিশ লাইন্স এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুলসহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে নিরাপদ ও পূজা দেখতে আসা দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসব উপভোগ করতে পারে সেই লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।