বানিয়াচং প্রতিনিধি
ইকরা গণগ্রন্থাগারের উদ্দোগে বানিয়াচংয়ের কৃতি সন্তান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক, বরেন্য মিডিয়া ব্যক্তিত্ব সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র রত্নগর্ভা মাতা মরহুমা ফিরোজা বেগম ও তার ছোট বোন সুপ্রিম কোর্টের আইনজীবী জেরিনা চৌধুরী জেনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জোহর ইকরা গণগ্রন্থাগার মিলনায়তনে মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আশিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের নির্বাহী সদস্য এমদাদুল হক ও মীর মহি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক শাহীন, মাওলানা বদরুল ইসলাম আনসারী, স্কুল শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সালেহ মিসবাহ, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ ইলিয়াছ।
এ সময় নেতৃবৃন্দগন বলেন পরাগ চৌধুরীর পরিবার বানিয়াচংয়ের (কাগাপাশা গ্রামের) একটি আলোকিত পরিবার। মাত্র তিন দিনের ব্যবধানে রত্নগর্ভা মা ও প্রিয় ছোট বোনের মৃত্যুতে পরাগ চৌধুরীর পরিবার গভীর শোকাচ্ছন্ন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমাগনের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মিলাদ মাহফিল শেষে মরহুমা ফিরোজা বেগম ও তার কন্যা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেরিনা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলামা বাহার উদ্দিন।
উল্লেখ্য, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র মাতা মরহুমা ফিরোজা বেগম গত ২০ এপ্রিল ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এর তিন দিন পুর্বে ১৭ এপ্রিল তার ছোট বোন সুপ্রিম কোর্টের আইনজীবি জেরিনা চৌধুরী জেনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।