জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ধনে পাতা চাষে লাভবান লাখাইর শাহজাহান

লাখাই উপজেলার মৌসুমি সবজি চাষী করাব গ্রামের শাহজাহান মিয়া এবছর তার নিজস্ব ১০ শতাংশ জমিতে আগাম ধনেপাতার চাষ করেন।

এ তে তার সাকুল্যে খরচ হয়েছে ২৫০০ টাকা। জমিতে ফলনও হয়েছে ভাল। ইতিমধ্যে ধনেপাতা তুলে বাজারজাত করা শুরু করছেন। দামও পাচ্ছেন বেশ।

তিনি আশাবাদী যে হারে ফলন হয়েছে এবং বাজারে চাহিদা থাকায় অন্তত ২৫০০০ টাকার বিক্রি হবে। ব্যবসার পাশাপাশি সৌখিন এ সবজিচাষী তা ১০ শতাংশ জমিতে এধরনের লাভের সম্ভাবনায় বেশ আনন্দিত।

শাহজাহান মিয়ার সাথে আলাপকালে জানান আমি সারা বছরই মৌসুমি সবজি চাষ করে থাকি। করল্লা, লাউ, কুমড়া, ঢেঁড়স, ডাটা, মরিচ, লালশাক সহ বিভিন্ন সবজি চাষে আমি বেশ লাভবান।

এক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তাগন সহযোগিতা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া ইন্টারনেট এর মাধ্যমে এ ধরনের চাষে উদ্বুদ্ধ হই।