রিকি হালদার। কুষ্টিয়ার কুমারখালী সদরের “পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের” বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষার্থী। খ্রিষ্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের অনুসারী তিনি।
তার সম্প্রদায়ের রীতি অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখালিখি নিষিদ্ধ। তাই সবাই যখন দিনের বেলায় পরীক্ষা দেবেন, তখন তিনি অপেক্ষা করবেন কেন্দ্রে। দিনে নয় পরীক্ষা দেবেন রাতে। তার পরীক্ষা শুরু হবে সন্ধ্যার পরে।
রিকির আবেদন ও ধর্মীয় রীতি আমলে নিয়ে তাকে রাতে পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। তিনি পরীক্ষা দেবেন শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। তবে সহপাঠীদের সাথে সকালেই কেন্দ্রে ঢুকতে হবে তাকে। আর বের হতে হবে রাতে পরীক্ষা শেষ করে।
এমন ঘটনা যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ইতিহাসে এটিই প্রথম। কর্তৃপক্ষের আন্তরিকতায় খুশি রিকি ও তার পরিবার।
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৪