যে কোন এলাকায় একটি মসজিদ নির্মাণের উদ্যোগে নিলে সেটির উন্নয়ন কাজ কোন না কোনভাবে শেষ হয়। যারা মসজিদের উন্নয়নে সামিল থাকেন তাঁরা পরবর্তীতে তৃপ্তি অনুভব করেন।
কিন্তু যারা সুযোগ থাকার পরও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সামিল থাকেন না তাঁরা সুন্দর ভবন দেখে পরবর্তীতে আফসোস করেন। সেজন্য নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ কাজে সামর্থ অনুযায়ী সকলের সামিল থাকা উচিত।
শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদে ২য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদান দিয়েছি।
হবিগঞ্জের সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছি। জনসেবাকে ইবাদত মনে করে জনগণের জন্য কাজ করি, আগামীতেও করতে চাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকল মুসল্লীদের প্রতি আহবান জানিয়েছেন।
মসজিদ কমিটির সভাপতি ফারুক আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গহর আলী প্রমুখ। এতে এলাকার অর্ধ সহশ্রাধিক মুসল্লী অংশ নিয়েছেন।
পরে এমপি আবু জাহির রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লীয়ান উপস্থিত ছিলেন।