নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানায় যোগদান করেছেন মোঃ মোবারক হোসেন ভূইয়া । যোগদান করেন গত ২৮ অক্টোবর বিকেলে তিনি । এর পূর্বে তিনি সিলেট ডিআইজি রেঞ্জ অফিসের ইন্সপেক্টর ইনচার্জ অপরাধ শাখা কর্মরত ছিলেন।
থানায় যোগদান করে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে শায়েস্তাগঞ্জ উপজেলা সকল শ্রেণির পেশার লোকজনের সহযোগিতা চেয়েছেন ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া ।
এ লক্ষ্যে তিনি থানার কর্মরত সকল পুলিশ সদস্যদের নিয়ে তার অফিস কক্ষে মতবিনিময় করেছেন। ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া দায়িত্ব ভার গ্রহন করে বলেন , শায়েস্তাগঞ্জ উপজেলা প্রত্যেক নাগরিক যাতে পুলিশের সেবা নির্বিঘ্নে পেতে পারে এবং কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করব। এছাড়া পুলিশের সেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক নির্মূল , নারী- নির্যাতন , জুয়া , বাল্য বিবাহ , ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা ও কামনা করেন তিনি ।
ওসি মোঃ মোবারক হোসেন ভূইয়া ২০১০ সালে ১১ তম ব্যাচের সর্ব প্রথম সাব- ইন্সপেক্টর ( এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । পরে তিনি ঢাকা ডিএমপি সহ দেশের বিভিন্ন থানায় সততা এবং নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন । তার জন্মস্থান কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার করিমপুর এলাকায় ।