এক সময়ে সুযোগ সুবিধা আর অবকাঠামোর অভাবে অবহেলিত ছিল হবিগঞ্জের ক্রীড়াঙ্গণ। এখন হয়েছে আধুনিক স্টেডিয়াম। উন্নতমানের আবাসনের জন্য রয়েছে প্যালেসের মত বিলাসবহুল রিসোর্ট। তারপরও ক্রীড়াঙ্গনে প্রত্যাশিত গতি আসছে না।গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি সবাই নজরে আনলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা এমপি আবু জাহির বলেন, ‘আমি ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ছিলাম। তখন থেকেই চেষ্টা ছিল আধুনিক স্টেডিয়াম করার। পরে সকলের সহযোগিতায় এমপি হওয়ায় এই স্টেডিয়াম করতে পেরেছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যা প্রয়োজন আমি করব। সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি নবাগত জেলা প্রশাসককেও এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহবান জানান।সংবর্ধিত ব্যক্তিত্ব ও নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানও বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে তরুণদের জন্য উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি। তিনি নিজেও মাঠে এসে খেলাধুলায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করলে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান।অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ প্রশাসন নিয়মিত কাজের বাহিরে শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে কাজ করছে। তিনিও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার সহযোগিতার প্রতিশ্র“তি দেন।জেলা প্রশাসক পদাদিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। সেই হিসাবে বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও গতকালের অনুষ্ঠানটি ছিল ক্রীড়াঙ্গনের মিলন মেলা। শুধু জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন না। ছিলেন সাধারন পরিষদের সদস্য, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, রেফারী, ক্লাব প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার ক্রীড়া সংগঠকরাও।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুর রহমান, এডভোকেট এনামুলক হক সেলিম, শঙ্খ শুভ্র রায়, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও সফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী সাহেদসহ বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ।অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি এডভোকেট মো. আবু জাহির এমপি।
৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:১৯