হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারে মোটরসাইকেলের ধাক্কায় খোরশেদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার সময়৷ নিহত বৃদ্ধ খোরশেদ মিয়া নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র৷
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ জানান,সন্ধ্যার পূর্বে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের কাছে একটি মোটরসাইকেলের ধাক্কায় খোরশেদ মিয়া নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান৷ তিনি পাশ্ববর্তী রামপুর গ্রামের৷
এসময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালককে গুরতর অবস্হায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া করা হয়েছে৷ ওসি বলেন মোটরসাইকেল চালক ইমামবাড়ি বাজারের টেইলারিংয়ের ব্যবসা করেন বলে জানতে পেরেছেন৷ পুলিশ নিহতের লাশ সুরতহাল করার জন্য থানায় নিয়ে এসেছে৷