জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় নুরুল ইসলামের ছেলে লিটন (৩৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার উত্তর কসবা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অবৈধ বালু ভর্তি ট্রাক আটক করা হয়। এবং নুরুল ইসলামের ছেলে লিটন (৩৫) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃত বালু বিধি মোতাবেক নিলাম এর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এহন অভিযান অব্যাহত থাকবে।