মোঃ আলাল মিয়া
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর এলাকার প্রস্তাবিত আশ্রয়ন-২ প্রকল্পের সরকারী খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফ্রেরুয়ারী) দিনব্যাপী অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও এক জনকে অর্থদণ্ড দেয়া হয়।
তারা হলেন,সদর ইউনিয়নের সোহেল মিয়া (৪০),একই ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সাইফুর রহমান (৪৮),। সরকারী জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের জেল জরিমানা করে মোবাইল কোর্ট।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),উত্তম কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর এলাকা থেকে বিনা অনুমতিতে এক্সেলেটরের মাধ্যমে মাটি কাটার অপরাধে মনসুর হোসেন (৫৫),নামে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।