শাহরিয়ার আহমেদ শাওনঃ নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নের ৩য় ধাপে ২৮ নভেম্বর তফসিল অনুয়ায়ী নির্বাচনের ঘোষনা দেওয়া হয়েছে।
এরেই ধারাবাহিকতায় রবিবার ৩১ অক্টোবর নবীগঞ্জ উপজেলায় ১৩ টি ইউনিয়ন থেকে নির্বাচন প্রার্থারা সমর্থকদের নিয়ে এসে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় নেতা কর্মী সর্মথকরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আগামী ২ নভেম্বর। তাই প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা দলের লোকজন সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে শহরে ঢুকছেন এবং জমা দিচ্ছেন মনোনয়নপত্র।
নির্বাচন কমিশনারের বিধি অনুযায়ী নির্বাচন আচরন বিধি লঙ্গন করা হলেও এর কোন সঠিক ব্যবস্থা নিতে পারেনি উপজেলা নির্বাচন কমিশন।
এছাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র ও ইউপি সদস্য পদের প্রার্থীরাও লোক সমাগমে পিছিয়ে নেই ।
এসময় শহরে এতো সমাগম হয় এতে করে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয়। এতে সাধারন পথচারী যাত্রীরা পড়তে হয় ভোগান্তিতে।
জনগণের ভীর সামলাতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবুও শহর লোকে লোকারণ্য হয়ে উঠে। হোটেল-রেস্তোরাগুলোতেও উপচে পড়া ভীর দেখা যায়।
রোববার সকাল থেকেই মেম্বার পদপ্রার্থী, মহিলা ইউপি সদস্য, সতন্ত্র প্রার্থী ও দলীয় প্রতীক নিয়ে আসা প্রার্থীরা
মনোনয়ন পত্র জমা দেন।
তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর হবে বলে তফশীলে বলা হয়।