হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সোমবার (২৬ জুলাই) দুপুরে আসমা বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃত গৃহবধু উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মুক্তার মিয়ার স্ত্রী।
এছাড়া গত ২৪ জুলাই করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ রির্পোট এসেছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মুক্তার মিয়ার স্ত্রী আসমা বেগম (৪৫) গত কয়েক দিন ধরে সর্দি, জ্বরে ভোগছিলেন।
এ অবস্থায় করোনা পরীক্ষা না করে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। সোমবার বেলা দেড় টার দিকে শ্বাস নিতে কষ্টসহ তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে মৃত্যুর খোলে ঢলে পড়েন ওই গৃহবধু। স্থানীয়দের মতে করোনা উপসর্গ নিয়েই ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।
এদিকে হাসপাতাল সুত্রে জানাগেছে, গত ২৪ জুলাই ৩২ জনের করোনার নমুনা সংগ্রহ করলে ১৪ জনই করোনা পজিটিভ রিপোর্ট আসে। নবীগঞ্জে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।