হবিগঞ্জের নবীগঞ্জ রাজা কমপ্লেক্সের এর দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর শাখায় জেনারেটর বিস্ফারণে জেনারেটর রুমে আগুন লেগে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এতে কোন প্রাণহানি হয়নি।
বুধবার ( ২৭ অক্টোবর) বেলা ২ টায় নবীগঞ্জ উপজেলার নতুন বাজারস্হ রাজা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর জেনারেটর বিস্ফােরণে আগুন লেগে যায়।
সাথেবসাথে ব্যাংক কর্তৃপক্ষ নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম হাবিবুর রহমানের নেতৃত্বে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনেন । এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ৭ জন সদস্য স্থানীয় লোকজনকে নিয়ে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।