হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৭ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- নুরু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) ও আফছর মিয়া (৩২) এবং অপরপক্ষের বুরহান মিয়া (৬৫) ও আরাফাত উল্লা (৭০)।
আহত ৩ জন কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং রুবেল মিয়া (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আফছর মিয়া (৩২) জানান, বাড়ির পাশে শেলু মিয়ার অটো রাইসমিলের কাছে পুকুরের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর এলাকাবাসী এগিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে এস.আই সমীরণের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির সত্যতা যাচাই করেছেন।