নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতি এর উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ব্রাদার্স ইউনিয়ন চরগাঁও এবং জয়নগর ক্রিকেট ক্লাব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) নুরুল ইসলাম, কাউন্সিলর জায়েদ চৌধুরী, উপজেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি নুরুল আমীন চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, নুরুল হক, সদরুল আমীন পাভেল, আমিনুল ইসলাম, লিংকন আহমেদ, তুহেল আমীন প্রমূখ।