হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের চার দিন পর আবেদ উল্লাহ সেজু (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এমআরসি ব্রিকস সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার ৮ নং সদর ইউপির গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে।এর আগে গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান জানান,স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
এদিকে ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এসপি পারভেজ আলম।