শাহরিয়ার আহমেদ শাওন॥ নবীগন্জে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
জানা যায়, মঙ্গলবার বেলা সারে ৪ টার সময় নবীগন্জ উপজেলার সামারগাও গ্রামের মোখলেছুর মিয়ার ছেলে জাপান মিয়া (২৬)বাড়ীর পাশ্বপর্তী পুকুরে গোসল করতে গেলে মিরকি রোগ উঠে যায় ।
এসময় পানিতে পড়ে হাবডুবু খেয়ে অজ্ঞান হয়ে পরে । এসময় একটা শিশু এমতা অবস্থায় দেখতে পেয়ে বাড়ীতে খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করতে এগিয়ে আসলে পানিতে ভাসমান অবস্থায় জাপান মিয়াকে দেখতে পান।
এসময় তাকে উদ্ধার করে নবীগন্জ স্বাস্হ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।