জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

এম এ আলালঃ হবিগঞ্জের নবীগঞ্জে পারকুল এলাকার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন চলছেই। একশ্রেণীর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করলেও কাজের কাজ হচ্ছে না।

সুযোগসন্ধানীরা প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে। এর আগেও প্রশাসনিকভাবে অভিযান চালিয়ে ব্যক্তিতে দন্ডাদেশ প্রদান করা হয়েছিল।

আজও নবীগঞ্জের সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে (১) মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও সেলিম মিয়া (২২) উভয় সাং -কয়েরগাও, ডাক-জাহাঙ্গীরনগর, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা – সুনামগঞ্জ জেলার ২ ব্যক্তির প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।