আজ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৩নং বিট (৭, ৮ ও ৯নং ওয়ার্ডের) সমাবেশ দারুল হিকমাহ’র হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে বিট ইনচার্জ এসআই অমিতাভ দাশ এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলাউদ্দিন সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল দাশ, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কবির আহমদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, এসআই হামজা, তিমিরপুরের বিশিষ্ট মুরুব্বি বশির আহমেদ চৌধুরী, হাফিজুর রহমান কালন, দিলাল আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সাল আহমেদ তালুকদার, ডাঃ ফজলুল হক, দারুল হিকমাহ’র শিক্ষক মাওঃ আহমদ মাসউদ, শিক্ষার্থী জাবেদ ইকবাল তালুকদার, মারজানা আক্তার ও তানিয়া আক্তার প্রমূখ।