জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ভিজিডির চালসহ জনতার হাতে আটক চেয়ারম্যান

হবিগঞ্জের নবীগঞ্জে ভিজিডির আত্মসাৎকৃত চালবোঝাই ট্রাকসহ ইউনিয়ন অফিসে ঢোকার সময় জনতার হাতে আটক হয়েছেন ইউপি চেয়ারম্যান।

আজ বুধবার ভোরে উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসাকে আটক করে জনতা।

এ সময় স্থানীয়রা চাল চোর চেয়ারম্যান মুসার বিরুদ্বে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে রাস্তায় বসে পড়ে। প্রায় একঘণ্টা বিক্ষোভ চলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় সুষ্ট তদন্ত ও ব্যবস্থাপনার জন্য হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম ইউপি অফিস পরিদর্শন করেছেন। শেষে ওই চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরন করা হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গত ১৯ এপ্রিল ভিজিডির চাল ও মহিলাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেন সমরগাঁও গ্রামের শরিয়ত উল্লাহ নামে একজন।

এর পর তড়িগড়ি করে চেয়ারম্যান মুসা পরদিন খাদ্য গুদাম থেকে এপ্রিল মাসের চাল উত্তোলন করে মার্চ মাসের চাল হিসেবে বিতরণ করেন।

তবে খাদ্য গুদাম সূত্র জানায়, প্রতি মাসে মাসে চেয়ারম্যান চাল উত্তোলন করে নিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, বিগত মার্চ মাসের ভিজিডির চাল সুবিধাভোগীরা পাননি।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা বলেন, অতীতেও আমরা ২-৩ মাসের চাল এক সাথে বিতরণ করেছি। এবার দেশের সার্বিক পরিস্থিতির কারণে চাল বিতরণ করতে দেরি হয়েছে।

নবীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা অলক বৈষ্ণম জানান, গত মার্চ মাসের চাল ইউপি চেয়ারম্যান মার্চ মাসেই উত্তোলন করেছেন এবং এপ্রিল মাসের চাল তিনি গত ২০ তারিখ উত্তোলন করেছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, ভিজিডির চাল নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠে আসছে আমরা এ বিষয়টি তদন্ত করে দেখছি। তবে তিনি এখানে ভিজিডির চাল বিতরণ করুক বা না করুক সে একটি অনিয়ম করেছে আমরা দেখেছি এই অনিয়মের বিরুদ্ধে সরকারে বরাবর লিখিত দিব। সরকার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।