জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

মোঃ আলাল মিয়াঃ নবীগঞ্জে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে সামাদুল হক ইমন (২২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

মায়ের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ ফ্রেরুয়ারী) পৌর এলাকার রাজাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্ট।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

অভিযোগ সুত্রে জানা যায়, সামাদুল হক ইমন প্রায়ই তার মা-বাবাকে মারধর, নির্যাতন ও বসতঘরের গুরুত্বপূর্ণ জিনিষপত্র ভাংচুর করে। এতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রশাসনের আশ্রয় নেন তার মা।

দণ্ডপ্রাপ্ত সামাদুল হক ইমন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, “সামাদুল মা-বাবা কে নির্যাতন করছে এমন অভিযোগ আসলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সামাদুল হক ইমন নামে ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”