জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাঁজাসহ নিহত ১

শাহরিয়ার আহমেদ শাওন: ঢাকা-সিলেট মহাসড়কের সড়ক দুর্ঘটনায় এক মাদক চোরাকারবারি নিহত হয়েছে।

জানা যায়,  গত (২৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে  নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহা সড়কের  দিনারপুর কলেজের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। এসময়  অজ্ঞাত নামা একটি গাড়ির  ধাক্কায় মাদক চোরাকারবারি মোটর সাইকেল আরোহী  নিহত হয়। অপর আরেক সঙ্গী  আহত হয় ।

এ সময় পুলিশ গিয়ে  নিহতের  শরীরে স্টেপ দিয়ে  মোড়ানো ও সাইকেলের সাথে বাঁধা অবস্থায় গাঁজার প্যাকেট প্রায় ১০ কেজি ৩০০ গ্রাম উদ্ধার করে।

 

পুলিশ সূত্রে জানা যায়,  চুনারুঘাট হতে সিলেটগামী একটি রেজিস্ট্রেশন বিহীন
মোটরসাইকেল আসা মাত্রই বাস বা ট্রাক পিছন দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল  মান্নানের পুত্র জাকির হোসেন (২৮) নিহত হয়।

অপর তার সঙ্গী একই  উপজেলার একডালা গ্রামের মৃত্যু আলী হোসেনের পুত্র  আজগর আলী (৩৫)ভাগ্যক্রমে বেঁচে যায়। তাকে শেরপুর হাই ওয়ে পুলিশ মাদক চোরাকারবারে জুড়িত থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।