জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য, ২৩ মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা

সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে অর্থদ- করা হয়েছে।

রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহর, রসুলগঞ্জ, শিবগঞ্জ, মিলনগঞ্জ, ইমামবাড়ি, বাংলা বাজার, গোপলার বাজার, চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়।

নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য, ২৩ মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা

এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ২৩টি মামলায় ১৪ হাজার ২শত টাকা অর্থদ- করা হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।