মোঃ আলাল মিয়াঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা দলিল লিখক কানু লাল রায় (৫০) নামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার মাধবপুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, সাবরেজিস্টার অফিস থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কানু লাল রায়। এসময় দ্রুতগতির পিক-আপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে কানু লাল রায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।