জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে হরতাল সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নবীগঞ্জ শহরে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের একদফা দাবীতে

কেন্দ্র ঘোষিত ১২ তম কর্মসূচির হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিলটি করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়ার নেতৃত্বে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মী।

এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি এবং তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে শ্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিল।

হরতাল পানলকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবসহ সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে এই অবৈধ তফসিল বাতিল করে জনগণের অংশগ্রহণ হয় এমন পরিবেশ তৈরী করে নির্বাচন দিতে হবে।