শাহরিয়ার আহমেদ শাওন॥ নবীগঞ্জ পৌর এলাকার শেরপুর রোডে অবস্থিত হাজী বিরিয়ানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার পৌর শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালালে হাজী বিরিয়ানি হোটেলে প্রবেশ করে দেখতে পান নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পুরা তেল দিয়ে গ্রাহকদের মুখরোচক খাবার তৈরি করছে । এতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী ৫৩ দ্বারায় হাজী বিরিয়ানি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এসময় সহকারী কমিশনার (ভূমি)শাহীন দেলোয়ার সাংবাদিকদের জানান, নোংরা অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় হাজী বিরিয়ানি প্রতিষ্ঠান কে ৫ হাজার জরিমানা করেছি । তাদের প্রথমবারের মতো সর্তক করে দেওয়া হয়েছে নোংরা পুরা তেল দিয়ে পরিবেশিত খাবার মানুষদের ক্যনসার সহ বড় ধরনের অসুখ হওয়ার ঝুঁকি থাকে । আমাদের অভিযান চলমান থাকবে।