জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নেতৃত্বে একটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার সামন থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড়কাফন গ্রামের মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮) ও খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।